DM Office Recruitment – উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের ডিএম অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির সুযোগ। ডিএম অফিসে (DM Office Recruitment) একাধিক পদের জন্য নিয়োগ শুরু হলো বাংলায়। নয়া নিয়োগে আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো চাকরিপ্রার্থী তরুণ-তরুণী। ন্যুনতম যোগ্যতায় জানানো যাবে আবেদন। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো নয়া নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলি।

West Bengal DM Office Recruitment 2024

সম্প্রতি রাজ্যের ডিএম অফিসের (DM Office Recruitment) তরফে এইটা নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নোটিফিকেশনে বলা হয়েছে, কাউন্সেলর, হাউস ফাদার, ও প্যারা মেডিকেল স্টাফ পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রতিটি পদের বেতনও খুব ভালো। কী কী যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন জানাবেন, বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।

  • কাউন্সেলর (Counsellor)
  • হাউস ফাদার (House Father)
  • প্যারা মেডিকেল স্টাফ (Para Medical Staff)
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা

কাউন্সেলর (Counsellor)

ডিএম অফিস তথা DM Office Recruitment এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদের জন্য মোট 1 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। এই পদে নিযুক্ত প্রার্থীর বেতন হবে 23,170 টাকা। কী কী আবেদন যোগ্যতা? নিম্নে বর্ণনা করা হল।

শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত প্রার্থীরা এই DM Office Recruitment প্রক্রিয়ায় অংশ নিতে চান তাঁরা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তি অনুসারে বলা যায়, নিয়োগে আবেদন জানানো প্রার্থীদের কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সোশিওলজি, পাবলিক হেলথ, সাইকোলজি ইত্যাদি বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে। তবেই আপনি উক্ত পদের জন্য আবেদন জানাতে পারবেন।

বয়সসীমা
যে সমস্ত প্রার্থীরা এই পদের নিয়োগে অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, নিয়োগে অংশ নেওয়া প্রার্থীদের বয়স হতে হবে 24 থেকে 40 বছরের মধ্যে। এর চেয়ে কম ও বেশি বয়সীরা আবেদন জানাতে পারবেন না।

হাউস ফাদার (House Father)

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, DM Office Recruitment এই পদের জন্যও মোট 1 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। পদে নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন হবে 14,564 টাকা। কী কী আবেদন যোগ্যতা? নিম্নে বর্ণনা করা হল।

শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চান তাঁরা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তি অনুসারে বলা যায়, নিয়োগে আবেদন জানানো প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। H.S পাশের যোগ্যতা থাকলে আপনি আবেদন জানাতে পারবেন।

বয়সসীমা
যে সমস্ত প্রার্থীরা এই পদের নিয়োগে অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, নিয়োগে অংশ নেওয়া প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এর চেয়ে কম ও বেশি বয়সীরা আবেদন জানাতে পারবেন না।

রাজ্যে নতুন শিল্প ইন্ডাস্ট্রিতে হাজার হাজার চাকরির সুযোগ করে দিলেন মুখ্যমন্ত্রি।

প্যারা মেডিকেল স্টাফ (Para Medical Staff)

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদের জন্যও মোট 1 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। পদে নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন হবে 12,000 টাকা। আবেদন যোগ্যতা নিম্নে বর্ণনা করা হল।

শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চান তাঁরা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তি অনুসারে বলা যায়, নিয়োগে আবেদন জানানো প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। H.S পাশের যোগ্যতা থাকলে আপনি আবেদন জানাতে পারবেন। পাশাপাশি এই নিয়োগে আবেদনরত প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

Govt Job - সরকারি চাকরি

বয়সসীমা
যে সমস্ত প্রার্থীরা এই পদের নিয়োগে অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, নিয়োগে অংশ নেওয়া প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এর চেয়ে কম ও বেশি বয়সীরা আবেদন জানাতে পারবেন না।

আবেদন পদ্ধতি

নিয়োগে আবেদন জানাতে হলে আবেদনপত্রটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে সেগুলি DM Office Building, Jalpaiguri, West Bengal, 735101 এই ঠিকানায় পাঠিয়ে দেবেন।

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে 3015 কর্মী নিয়োগ। আবেদন প্রক্রিয়া জেনে নিন।

আবেদনের সময়সীমা

এই নিয়োগে আবেদন জানানো যাবে আগামী 24 জানুয়ারি 2024 এর মধ্যে। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে এবং নতুন আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment