Fire Department – রাজ্য মাধ্যমিক পাশে দমকল বিভাগে 1 হাজারেও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ।

রাজ্যের চাকরিপ্রার্থী তরুণ তরুণীদের জন্য সুবর্ণ সুযোগ (Fire Department). বর্ষশেষের পর্বে দুর্দান্ত সুখবর দিল রাজ্য সরকার। নতুন বছরে ফের একগুচ্ছ শূন্যপদের নিয়োগ কর্মসূচী শুরু হবে। চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে দমকল বিভাগের বেশ কিছু শূন্যপদে। এই নিয়োগ পরিচালনা করবে পাবলিক সার্ভিস কমিশন। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ প্রসঙ্গে আলোচনা হয়। আর সেখানেই প্রস্তাব ওঠে দমকল বিভাগের শূন্যপদ পূরণের।

West Bengal Fire Department Apply online

সেই প্রস্তাব মাফিক ফায়ার ডিপার্টমেন্টের (Fire Department) এক হাজারেরও বেশি শূন্যপদ পূরণের কথা আলোচিত হয়। মন্ত্রী সভার বৈঠক শেষে সরকারের তরফে জানানো হয়, নতুন বছরের শুরুতেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই এই নিয়োগের খবর চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফোটালো।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে Fire Department বা দমকল বিভাগের হাজার এরও বেশি শূন্যপদ পূরণের কথা হয়েছিল। কিন্তু এই নিয়োগ যে ধাপে ধাপে হবে তাও জানানো হয়। জানা যাচ্ছে, এই নিয়োগের অংশস্বরূপ ফায়ার সার্ভিসের অপারেটর নিয়োগ আরম্ভ হবে। যদিও এই প্রস্তাব বৈঠকে পাশ হয়ে গিয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মেলায় এবার পাবলিক সার্ভিস কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হবে। তারপর এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন। আসুন জেনে নেওয়া যাক এই Fire Department এর আবেদন পদ্ধতি, বেতন ও আবেদন যোগ্যতা কি। সবটা জানতে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ে ফেলুন।

  • রিক্রুটমেন্ট ডিটেলস
  • আবেদন যোগ্যতা
  • বয়সসীমা
  • বেতন কাঠামো
  • আবেদন পদ্ধতি

রিক্রুটমেন্ট ডিটেলস

পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এই প্রক্রিয়া শুরু করলে অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যেখানে নিয়োগ সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হবে। থাকবে মোট শূন্যপদের সংখ্যা, আবেদন শুরুর তারিখ আবেদন শেষের তারিখ সহ বিস্তারিত। তবে তার আগে নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি ধারণাচিত্র দেখে নিন।

আবেদন যোগ্যতা

যে সমস্ত আগ্রহীরা এই Fire Department প্রক্রিয়ায় আবেদন জানাতে চান তাঁরা অবশ্যই আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। দমকল বিভাগে কাজ করতে হলে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে।

স্টেট ব্যাংকে 8773 পদে কর্মী নিয়োগ। পরীক্ষা কবে জেনে নিন?

বয়সসীমা

যে সকল আগ্রহী প্রার্থীরা এই Fire Department এর জন্য আবেদন জানাতে চান, তাঁদের বয়সসীমা সম্পর্কে ধারণা থাকতে হবে। দমকল বিভাগে কাজ করতে হলে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 27 বছরের মধ্যে।

বেতন কাঠামো

মনে করা হচ্ছে এই Fire Department নিয়োগ প্রক্রিয়ায় ফায়ার অপারেটর পদে নিযুক্তদের বেতন হবে যথেষ্ঠ ভালো। তাদের বেতন দেওয়া হতে পারে 5400 টাকা থেকে 25200 টাকা পর্যন্ত। এছাড়া রয়েছে গ্রেড পে 2600 টাকা।

Clerkship Exam (ক্লার্কশিপের পরীক্ষা)

আবেদন পদ্ধতি

রাজ্যের Fire Department বা দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে নিয়োগের আবেদন জানাতে হলে সর্বপ্রথম
১. প্রার্থীকে পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২. এরপর সেই ওয়েবসাইট থেকেই অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে নিতে হবে।

খাদ্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ। মোট 17500 জনের চাকরি হবে।

৩. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করবেন।
৪. তারপর ফর্ম ও ডকুমেন্ট গুলি সহ সাবমিট করবেন।
আবেদন কারীরা এ বিষয়ে নতুন আপডেট পেতে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখুন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment