রাজ্যে চালু হল অনেক Govt Jobs Vacancy. পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের জন্য বছর শেষে এল দুর্দান্ত খুশির খবর। বিভিন্ন পদে নিয়োগ কর্মসূচি শুরু হলো রাজ্যে। লোকসভা ভোটের আগেই এই সকল শূন্যপদ পূরণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। যে সকল চাকরিপ্রার্থীরা এতদিন চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাঁরা নির্দ্বিধায় নিয়োগে অংশ নিতে পারেন। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শূন্যপদে নিয়োগ করা হবে।
West Bengal Govt Jobs Vacancy of Medical Unit in 2023
তবে তার আগে নিজেদের আবেদন জমা করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন জানানোর জন্য নির্দিষ্ট কিছু মাপকাঠি রাখা হয়েছে। কী কী মাপকাঠি রয়েছে? কোন কোন পদে নিয়োগ হবে? বেতন কত? মোট শূন্যপদ কটি? শিক্ষাগত যোগ্যতা কি? আবেদন পদ্ধতি কি? নিয়োগ পদ্ধতি কি? এই সব কিছুর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হল আজকের এই প্রতিবেদনে।
- ভ্যাকেন্সি ডিটেলস
- কোন পদে নিয়োগ হবে
- শূন্যপদ ও বেতন
- শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
- আবেদন পদ্ধতি
- নিয়োগ পদ্ধতি
ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি রাজ্যের একটি জেলার তরফে প্রচুর শূন্য পদে Govt Jobs এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে বেশ কিছু শূন্যপদ পূরণে কর্মী নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই Govt Jobs গুলি রাজ্যের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন মেডিক্যাল ইউনিটে। কোন কোন পদে নিয়োগ হবে জেনে নেওয়া যাক।
কোন পদে নিয়োগ হবে
দক্ষিণ দিনাজপুর জেলার তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে,
১. মাল্টি টাস্কিং স্টাফ,
২. গ্রুপ ডি কর্মী,
৩. যোগা ইন্সট্রাক্টর,
৪. আয়ুশ মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হবে যোগ্য প্রার্থীদের।
মোট শূন্যপদ ও বেতন
১. বিজ্ঞপ্তি অনুসারে বলা যায়, মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য মোট শূন্যপদে 2 টি, এই পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের বেতন হবে মাসিক 10 হাজার টাকা।
২. গ্রুপ ডি কর্মী পদের জন্য মোট শূন্যপদ 2 টি, এই পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের বেতন হবে মাসিক 8500 টাকা।
৩. যোগা ইন্সট্রাক্টর পদের জন্য মোট শূন্যপদ 30 টি, এই পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের বেতন হবে মাসিক 8 হাজার টাকা।
৪. আয়ুশ মেডিকেল অফিসার পদের জন্য মোট শূন্যপদ 1 টি রাখা হয়েছে। এই পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের বেতন হবে মাসিক 20 হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
উল্লিখিত পদগুলিতে আবেদন জানানোর জন্য প্রার্থীদের আলাদা আলাদা আবেদন যোগ্যতা রাখা হয়েছে। তাছাড়া বয়সসীমাও আলাদা রাখা হয়েছে। প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে জেনে নেওয়া যাক।
মাল্টি টাস্কিং স্টাফঃ
যে সকল প্রার্থীরা মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য আবেদন জানাতে চান, তাঁদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে কম্পিউটারের কোর্স করে থাকতে হবে। এর সঙ্গে উক্ত প্রার্থীর বয়স হতে হবে 40 বছরের মধ্যে।
30 হাজার টাকা বেতনে কৃষি দপ্তরে চাকরির সুযোগ। জেনে নিন আবেদন পদ্ধতি।
গ্রুপ ডি কর্মীঃ
রাজ্যের যে সকল প্রার্থীরা গ্রুপ ডি কর্মী পদের জন্য আবেদন জানাতে চান, তাঁদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে, তাঁদের বয়স হতে হবে সর্বোচ্চ 62 বছরের মধ্যে।
যোগা ইন্সট্রাক্টরঃ
যে সকল আগ্রহী প্রার্থীরা যোগা ইন্সট্রাক্টর পদের জন্য আবেদন জানাতে চান, তাঁদের উচ্চমাধ্যমিক পাশ সহ যোগাতে ডিপ্লোমা করে থাকতে হবে। আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
আয়ুশ মেডিকেল অফিসারঃ
আয়ুশ মেডিকেল অফিসার পদে যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের অবসরপ্রাপ্ত HMO/SAMO/UMO হতে হবে। তাঁদের বয়সসীমা হতে হবে 65 বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি
রাজ্যের এই Govt Jobs এর আবেদন জানাতে হলে আমাদের সবার আগে অনলাইনে (www.wbhealth.gov.in) এই ওয়েবসাইটে রেজিস্টার করে নিজেদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে। তবে প্রার্থীরা খেয়াল রাখবেন, আবেদন জানানো যাবে আগামী 22th ডিসেম্বর পর্যন্ত।
42000 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আদালতের কড়া নির্দেশ। কি সিদ্ধান্ত নিলো পর্ষদ।
নিয়োগ পদ্ধতি
অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, এই Govt Jobs মূলত শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবমগ আমাদের এই পেজটি ফলো করুন।
Written by Arshi Chakraborty.