IISER Kolkata – ইন্টারভিউ দিয়ে রাজ্যে দুর্দান্ত চাকরির সুযোগ! বেতন 30 হাজার টাকা।

চাকরিপ্রার্থী যুবক যুবতীদের অপেক্ষার ফল মিষ্টি হল। রাজ্যে দুর্দান্ত একটি চাকরির সুযোগ এল নতুন বছরের শুরুতেই (IISER Kolkata). এই চাকরিতে যে কোনো বয়সের প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। নিযুক্তরা প্রতি মাসে পাবেন উচ্চ হারে বেতন। এমন একটি সুবর্ণ সুযোগে অংশগ্রহণ করবেন তো? তবে তার আগে জেনে নিতে হবে নিয়োগের নিয়মকানুন ও আবেদন পদ্ধতিটি। নয়া এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।

West Bengal IISER Kolkata Recruitment 2024

অতি সম্প্রতি রাজ্যে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে IISER Kolkata. নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে মূলত টেকনিশিয়ান (Technician) পদে কর্মী নিয়োগ হবে। নিযুক্তদের কাজের স্থান হলো IISER Kolkata. কারা আবেদন জানাতে পারবেন তা আবেদন যোগ্যতা পড়ে বুঝে নিন।

  • শিক্ষাগত যোগ্যতা
  • বয়সসীমা
  • বেতন
  • আবেদন পদ্ধতি
  • নিয়োগ প্রক্রিয়া
  • ইন্টারভিউর তারিখ

শিক্ষাগত যোগ্যতা

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। অফিসিয়াল বিজ্ঞপ্তি তে বলা হয়েছে, এই নিয়োগে যাঁরা অংশগ্রহণ করতে চাইবেন অর্থাৎ আবেদনকারীদের ইউজিসি স্বীকৃত ইন্সটিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বা বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

যে সকল প্রার্থীরা এই IISER Kolkata নিয়োগে অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। অফিসিয়াল নোটিফিকেশন থেকে বোঝা যায়, এই নিয়োগে কোনো বয়সসীমার উল্লেখ থাকছে না। অর্থাৎ যে কোনো বয়সী প্রার্থীরাই সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

শুধুমাত্র মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ। মোট শূন্যপদ 7,216 টি।

বেতন

এই IISER Kolkata নিয়োগে যারা অংশগ্রহণ করবেন ও নির্বাচিত হবেন, তাঁদের প্রতিমাসে ভালো বেতন দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, উক্ত পদে কর্মরতদের বেতন হবে প্রতিমাসে 30 হাজার টাকা।

আবেদন পদ্ধতি

প্রার্থীরা জেনে নিন এই IISER Kolkata নিয়োগের ক্ষেত্রে আগের থেকে আবেদন জানানোর কোনো প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ সম্পন্ন হবে।

Clerk Recruitment তথা ক্লার্ক পদে নিয়োগে

নিয়োগ প্রক্রিয়া

IISER Kolkata নিয়োগে কোনো লিখিত পরীক্ষা হবেনা। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আগ্রহীরা ইন্টারভিউর তারিখ ও সময় জেনে নেবেন। নোটিফিকেশনের নির্দেশ মতো সঠিক স্থানে পৌছে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন। ইন্টারভিউর দিন নিজেদের ডকুমেন্টগুলি নিয়ে যেতে ভুলবেন না। বাকি তথ্য পাবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক নিয়োগ। কিভাবে আবেদন করবেন জেনে নিন?

ইন্টারভিউর তারিখ

ইন্টারভিউটি আয়োজিত হবে Department of Biological Sciences, 2nd Floor Meeting Room, A J C Bose Research Complex, IISER Kolkata – এই ঠিকানায়। এছাড়া নিয়োগের দিনক্ষণ সংক্রান্ত তথ্য পাবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট মারফত।
Written by Arshi Chakraborty.

Leave a Comment