রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আছে (West Bengal Police Recruitment) এর পক্ষ থেকে। রাজ্য সরকার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের বহু শূন্য পদে পুলিশের নিয়োগ দেয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্ধপাদ্ধ্যায় ঘোষণা, শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সারতে হবে শীঘ্রই। সেইমতে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সম্পর্কিত প্রয়োজনীয় তারিখগুলি ঘোষণা করছে পুলিশবোর্ড। বিভিন্ন পদ যেমন সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার আর জেল পুলিশ পদে নিয়োগ কর্মসূচি শুরু হতে চলেছে(West Bengal Police Recruitment)। সব পোষ্ট গুলোর নিয়োগ একই তারিখে নেয় সম্ভব নয় তাই এক একটা পদের জন্য ভিন্ন ভিন্ন তারিখ ঘোষনা করার হয়।
আজ জানাবো জেল পুলিশের নিয়োগ সম্পর্কিত তথ্য। আপনারা যারা চাকরিপ্রার্থী আছেন তারা দেখে নিন।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ ও লেডি জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও ফর্ম ফিল আপ শুরুর তারিখ ঘোষণা করেছে(West Bengal Police Recruitment)। সরকারি চাকরি এখন যেন স্বপ্নের মত হয়ে যাচ্ছে লোকের কাছে যা ধরা ছোয়ার বাইরে। ধরা যাবেনা তা কিন্তু নয়। আপনার যদি যোগ্যতা থাকে এবং আপনি যদি চেষ্টা করে তাহলে অবশ্যই পাবেন।
West Bengal Police Recruitment of jail police.
তাছাড়া নিজের উপর আপনার আত্মবিশ্বাস রাখতে হবে। চারি দিকে কোথায় কোন নিয়োগ হচ্ছে খোজ নিতে হবে। বলাতো যায় না কার ভাগ্য কবে খোলবে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, একগুচ্ছ শূন্যপদে জেল পুলিশ ও লেডি জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৬ অগাস্ট, ২০২৩ থেকে। অতএব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও ফর্ম ফিল আপ শুরু পেতে পারে সেদিনই। নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা নিচের প্রতিবেদনে করা হলো।

West Bengal Jail Police Recruitment 2023- prb.wb.gov.in জেল ওয়ার্ডার বিজ্ঞাপন PDF ডাউনলোড করুন সেখানে সব তথ্য থাকবে। পশ্চিমবঙ্গ পুলিশ জেল ওয়ার্ডার 2023-এর জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী আবেদনকারীরা 6ই আগস্ট 2023 থেকে WB পুলিশ ওয়ার্ডার নিয়োগ 2023 পরীক্ষার জন্য অনলাইন আবেদনপত্র জমা দিতে পারেন WBP জেল ওয়ার্ডার শূন্যপদ এখনও অবহিত করা হয়নি। সুতরাং, পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনমূলক পরিষেবার অধিদপ্তরের অধীনে ওয়ার্ডার / মহিলা ওয়ার্ডার পদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.policewb.gov.in এবং prb.wb.gov.in-এ জারি করা বিশদ বিজ্ঞাপন বিজ্ঞপ্তি পড়ুন।
সর্বশেষ আপডেট 26ই জুলাই 2023- WB জেল ওয়ার্ডার নিয়োগ 2023 পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগ 2023 সালে শূন্য জেল ওয়ার্ডার পদের জন্য নিয়োগ করেছে। এই ফর্মটি 10 তম/12 তম স্নাতকদের জন্য(West Bengal Police Recruitment)। পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগ যোগ্য এবং আগ্রহী আবেদনকারীদের জন্য WB জেল ওয়ার্ডার রোজগার ভারতী নিয়োগ করেছে। যোগ্য প্রার্থীরা শেষ তারিখের আগে policewb.gov.in-এ আবেদন করতে পারেন।
চলুন জানা যাক যোগ্যতা ও আবেদন পদ্ধতি সমন্ধেঃ
যোগ্যতা- মাধ্যমিক পাশ প্রার্থীরা জেল পুলিশ বিভাগে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। মহিলা ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। তবে কম্পিউটারে আলাদা করে দক্ষতা থাকতে হবে(West Bengal Police Recruitment)। দৈহিক উচ্চতার দিকটিও আলাদা করে উল্লেখ করা হবে বিজ্ঞপ্তিতে। প্রার্থীরা অফিসিয়াল নোটিশ থেকেই সবটা জানতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কিছু ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি– আশা করা যাচ্ছে, আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অগাস্ট, ২০২৩ থেকে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে সরাসরি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (prb.wb.gov.in) থেকে বা (wbpolice.gov.in)থেকে(West Bengal Police Recruitment)। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে বিস্তারিত জানতে পারবেন ইচ্ছুকপ্রার্থীরা। পরীক্ষার তারিখও জানিয়ে দেওয়া হবে নোটিশে। এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে নজর রাখবেন। এছাড়া কাজক্যারিয়ারের পাতায় আপনাদের জন্য আপডেট দিয়ে দেওয়া হবে(West Bengal Police Recruitment)।
Share Trading – বিনা পরিশ্রমে শেয়ার মার্কেট থেকে বাড়ি বসে রোজগার করার নিয়ম ও পদ্ধতি জেনে নিন।