ডিসেম্বরের 24 তারিখ আয়োজিত হবে প্রাথমিকের যোগ্যতা নির্ণায়ক Primary TET 2023. প্রথম থেকেই টেট নিয়ে বাড়তি সতর্ক পর্ষদ। টেটের দিন যাতে কোনো সমস্যা না হয়, পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষায় বসতে পারেন তার জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য লাগু করা হচ্ছে একাধিক নিয়ম। এদিকে সূত্রের খবর, টেট পরীক্ষার নির্দিষ্ট একটি নিয়ম পুরোপুরি বদলে ফেলল পর্ষদ।
West Bengal Primary TET 2023 New Rules
বায়োমেট্রিকে ছাপ দেওয়ার নিয়মে আনা হয়েছে বিরাট বদল। পর্ষদ সূত্রে খবর, আগের বছরের মতো লাইনে দাঁড়িয়ে নয়, বরং পরীক্ষা কেন্দ্রে বসেই বায়োমেট্রিকে ছাপ দিতে পারবেন পরীক্ষার্থীরা। এতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি যেমন কমবে, তেমনই স্বাচ্ছন্দ্যে বায়োমেট্রিক যাচাইকরণ প্রক্রিয়া সারা যাবে।
2022 প্রাইমারি টেট থেকেই বায়োমেট্রিকে ছাপ দিয়ে টেট পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নিয়ম চালু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। Primary TET 2023 কেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী আটকাতে ও টেট পরীক্ষার স্বচ্ছতা রক্ষার্থে বায়োমেট্রিক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, বিগত বছরের টেট পরীক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বায়োমেট্রিক নিয়ে অভিযোগ তোলেন পরীক্ষার্থী দের একাংশ।
তাঁদের বক্তব্য ছিল, বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে বায়োমেট্রিক যন্ত্রে সমস্যা দেখা দেয়। তাছাড়া, কেন্দ্রে বিপুল সংখ্যক পরীক্ষার্থী থাকায় একে একে বায়োমেট্রিকে ছাপ দিয়ে ভেতরে প্রবেশের ক্ষেত্রে কেন্দ্রের বাইরে বিরাট লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের। এতে পরীক্ষার দিন কার্যত হয়রানির মুখে পড়তে হয়েছিল পরীক্ষার্থীদের।
আগের বছরের টেট পরীক্ষার্থীদের অভিযোগ চলতি বছরে বিবেচনা করে Primary TET 2023 এর সমস্ত খামতি দূর করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর তাই পরীক্ষাকেন্দ্রের বাইরে নয়, বরং ভেতরে বসেই বায়োমেট্রিক যাচাইকরণ প্রক্রিয়া চলবে বলে জানা যাচ্ছে। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, টেট পরীক্ষার দিন পরীক্ষার্থীরা সকলে যে যার নিজের আসনে বসবেন।
রাজ্যে ফের মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখনই আবেদন করুন।
পরীক্ষা শুরুর পর অথবা শুরুর আগে সেখানে গিয়ে বায়োমেট্রিক যাচাই করা হবে। স্বাভাবিক ভাবেই এ সংবাদে খুশি টেট পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, কেবল বায়োমেট্রিক নয়, টেট পরীক্ষার দিন যাতে সমস্ত দিক থেকেই পরীক্ষার্থীরা সুবিধা পান তা বিশেষ ভাবে খেয়াল রাখছে রাজ্য সরকারও। জানা যাচ্ছে, ২৪ ডিসেম্বর টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে পথে চলবে অতিরিক্ত বাস।
এছাড়া, ওই দিন সকাল 6 টা 50 মিনিট থেকেই মেট্রো পরিষেবা চালু হবে বলেও খবর। এছাড়া, সড়কপথে যানজট নিরসনে যাতে পদক্ষেপ নেওয়া হয়, তার জন্য পরিবহন দপ্তরকে আলাদাভাবে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। অন্যদিকে, পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, প্রতিটি টেট পরীক্ষা কেন্দ্রকে নিরাপত্তার বেড়াজালে মোড়া হচ্ছে।
টেট পরিক্ষার নিয়মে বদলি! নতুন কোন সমস্যার মুখে পড়তে চলেছে পরীক্ষার্থীরা?
থাকছে সিসিটিভি ক্যামেরা-সহ পুলিশি নজরদারির ব্যবস্থা। পাশাপাশি আগের বছরের মতো এবছরেও টেকনোলজির ব্যবহার হচ্ছে Primary TET 2023 এ। অতএব বোঝাই যাচ্ছে 24 ডিসেম্বরের টেট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অত্যন্ত তৎপর রাজ্য প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পর্ষদ।