Recruitment – ফেব্রুয়ারি মাসে সেরা 5 টি চাকরির খবর একনজরে দেখে নিন।

বর্তমানে পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের একটা বড় অংশ ভালো চাকরির সন্ধানে রয়েছেন। তাদের সকলের জন্য রয়েছে ৪টি সেরা কাজের Recruitment বা নিয়োগ। চাকরির প্রস্তুতি নিচ্ছেন, পড়াশোনা করছেন। আবার রাজ্যে অনেক প্রার্থীই রয়েছেন যাঁরা ন্যুনতম যোগ্যতার চাকরি খুঁজছেন। তাঁদের সকলের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদনটি। পশ্চিমবঙ্গের এখন কোন কোন চাকরির আবেদন চলছে তা আজকের প্রতিবেদনে তুলে ধরা হল। একনজরে দেখে নিন সকলে।

West Bengal Recruitment 5 Job Vacancy Apply Now

  • রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ
  • পঞ্চায়েতে কর্মী নিয়োগ
  • ইউনিয়ন ব্যাঙ্কে কর্মী নিয়োগ
  • পাবলিক সার্ভিস কমিশনে সুপারভাইজার নিয়োগ
  • বিডিও অফিসে কর্মী নিয়োগ

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে Recruitment বা নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীরা কিছু শর্ত মানলে আবেদন জানাতে পারবেন।
১) প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে।
২) ৩০ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।
৩) প্রার্থীরা আবেদন পারবেন অফলাইনে। আবেদনপত্রটি প্রিন্ট করে, ফিল আপ করে সঠিক ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।
৪) আবেদন জানানো যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।

পঞ্চায়েতে কর্মী নিয়োগ

বর্তমানে পশ্চিমবঙ্গের ২৬ টি গ্রাম পঞ্চায়েতে Recruitment বা নিয়োগ চলছে। যে যে শর্তে আবেদন করা যাবে সেগুলি হল
১) কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে।
২) ১ জানুয়ারি ২০২৪ এই তারিখ অনুসারে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
৩) আবেদন জানাতে হবে অফলাইনে। আবেদনপত্রটি প্রিন্ট করে, ফিল আপ করে সঠিক ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।
৪) আবেদন জানানো যাবে আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৪ অবধি।

ইউনিয়ন ব্যাঙ্কে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের ইউনিয়ন ব্যাঙ্কে Recruitment বা নিয়োগ চলছে। আবেদন যোগ্যতা হল- ১) প্রার্থীদের B.Sc., B.E./B.Tech., Degree in Computer Science, Computer Science & Engineering/ Information Technology, Software Engineering, Electronics & Communications Engineering অথবা M. Tech., M.Sc. in Computer Science ইত্যাদি বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রীধারী হতে হবে।

19000 টাকা বেতনসহ মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ।

২) প্রার্থীদের বয়স হতে হবে ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে। নিয়োগে আবেদন জানানো যাবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন জানানোর লাস্ট ডেট আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।

পাবলিক সার্ভিস কমিশনে সুপারভাইজার নিয়োগ

সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, পাবলিক সার্ভিস কমিশনে সুপারভাইজার Recruitment বা নিয়োগ চলছে। আবেদন জানানোর জন্য যে যে শর্ত মানতে হবে সেগুলি হল

রেলে কর্মী নিয়োগ বা Railway Recruitment

১) আবেদনকারী প্রার্থীর মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অটো মোবাইল অথবা কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে নূন্যতম তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
২) প্রার্থীর বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৩৭ বছরের মধ্যে।
৩) আবেদন জানাতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট মারফত। নিয়োগের আবেদন জানানো যাবে ২২ ফেব্রুয়ারি ২০২৪-এর মধ্যে।

বিডিও অফিসে কর্মী নিয়োগ

বর্তমানে রাজ্যের BDO অফিসে Recruitment বা নিয়োগ চলছে। ইচ্ছুক প্রার্থীরা যে যে শর্ত মানবেন সেগুলি হল
১) আবেদনকারী প্রার্থীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে।

রাজ্য জুড়ে মিড ডে মিল বিভাগে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ। ছেলে মেয়ে উভয় আবেদন যোগ্য।

২) প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
৩) নিয়োগের আবেদন জানাতে হবে অফলাইনে। আবেদনপত্রটি প্রিন্ট করে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।
8)আবেদন জানানো যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৪ অবধি।
Written by Purbasha Chakraborty.

Leave a Comment