রাজ্যের চাকরিপ্রার্থীর জন্য সুখবর। কারণ সম্প্রতি একগুচ্ছ শূন্যপদের DEO Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশ হলো বাংলায়। এক নয়, একাধিক পদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। ন্যুনতম যোগ্যতা থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। কোন কোন পদে কর্মী নিয়োগ হবে? কারা এই নিয়োগে অংশ নিতে পারবেন? নিয়োগের আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতিই বা কী? এই সকল প্রশ্ন নিয়ে ভাবছেন তো? চিন্তা নেই আজকের এই প্রতিবেদনে সবটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা হলো।
West Bengal DEO Recruitment 2024
- ভ্যাকেন্সি ডিটেলস
- আবেদন পদ্ধতি
- আবেদনের সময়সীমা
ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও ডিএম অফিসের তরফে এই DEO Recruitment বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে, সোশ্যাল ওয়ার্কার, অ্যাসিস্টেন্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর ও Outreach Worker পদের জন্য কর্মী নিয়োগ হবে। প্রতিটি পদের জন্য বেতন আলাদা ও আবেদন যোগ্যতায় কিছু পার্থক্য রয়েছে। আসুন জেনে নেওয়া যাক প্রতিটি পদের বিস্তারিত বিবরণ।
অ্যাসিস্টেন্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর
এই পদটির জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী, তাঁদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা ও বেতন সম্পর্কে ধারণা থাকা দরকার। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, এই পদে তাঁরাই আবেদন জানাতে পারবেন যাঁদের বয়স হবে 18 থেকে 35 বছরের মধ্যে। দ্বিতীয়ত, সেই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাশ। অতএব এই পদের জন্য আবেদন জানানোর পর যাঁরা উল্লিখিত শূন্যপদের জন্য নিযুক্ত হবেন, তাঁরা প্রতিমাসে 13,240 টাকা করে বেতন পাবেন।
আউটরিচ ওয়ার্কার
Outreach Worker পদটির জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী, সেই সকল প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা ও বেতন সম্পর্কে ধারণা থাকা দরকার। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, এই পদে তাঁরাই আবেদন জানাতে পারবেন যাঁদের বয়স হবে 18 থেকে 35 বছরের মধ্যে। দ্বিতীয়ত, সেই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাশ। অতএব এই পদের জন্য আবেদন জানানোর পর যাঁরা উল্লিখিত শূন্যপদের জন্য নিযুক্ত হবেন, তাঁরা প্রতিমাসে 10,592 টাকা করে বেতন পাবেন।
সোশ্যাল ওয়ার্কার
সোশ্যাল ওয়ার্কার পদটির জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী, সেই সকল প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা ও বেতন সম্পর্কে ধারণা থাকা দরকার। নোটিফিকেশনে বলা হয়েছে, এই পদে তাঁরাই আবেদন জানাতে পারবেন যাঁদের বয়স হবে 18 থেকে 35 বছরের মধ্যে।
দ্বিতীয়ত, সেই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক উত্তীর্ণ বা গ্র্যাজুয়েট।
তৃতীয়ত, এই পদের জন্য মহিলা প্রার্থীথাই আবেদন করতে পারবেন। অতএব এই পদটির জন্য আবেদন জানানোর পর যাঁরা উল্লিখিত শূন্যপদের জন্য নিযুক্ত হবেন, তাঁরা প্রতিমাসে 18,536 টাকা করে বেতন পাবেন।
রাজ্যের DM অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ। উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
আবেদন পদ্ধতি
(A) এই DEO Recruitment এ আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি হল (uttardinajpur.gov.in).
(B) এরপর এই ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।
(C) এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে।
(D) ফর্ম ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করবেন। সবশেষে অ্যাপ্লিকেশনটি জমা করে তার একটি কপি নিজেদের কাছে রেখে দেবেন।
(E) অবশ্যই উল্লিখিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করবেন, নচেৎ আপনার অ্যাপ্লিকেশন গৃহীত হবে না (DEO Recruitment )
খাদ্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ। মোট 17500 জনের চাকরি হবে।
আবেদনের সময়সীমা
এই DEO Recruitment এ আবেদন জানানো যাবে আগামী 22nd জানুয়ারি 2024 এর মধ্যে। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এছাড়া এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ও নতুন আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
Written by Arshi Chakraborty.