গরমের ছুটি কাটিয়ে কবে খুলছে স্কুল?
গত 2 মে থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে পড়েছিল গরমের ছুটি। প্রচন্ড তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের সুস্থ রাখতেই সময়ের আগেই ছুটির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। যদিও এই নিয়ে শিক্ষক সংগঠনের তরফে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছিল। 2 মে ছুটি প্রদানের আগে এক সপ্তাহ আপদকালীন ছুটি দেওয়া হয়েছিল। গত 2 মে থেকে ছুটি ঘোষণা করলেও কবে খুলবে খুলছে, সেই বিষয়ে আগে জানানো হয়নি।
কেবলমাত্র বলা হয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করার পর জানা যাবে স্কুল খোলার দিন। সেইমতো চলতি সপ্তাহেই স্কুল খোলার নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। আগামী 5 জুন খুলছে রাজ্যের হাইস্কুলগুলি ও আগামী 7 জুন খুলছে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাইমারি স্কুলগুলি। তবে সম্প্রতি সংবাদ মাধ্যম সূত্রে খবর, এখনই খুলছে না স্কুল। গরমের ছুটির মেয়াদ আরো বাড়ানো হবে। কতদিন বাড়ানো হবে? কবে খুলবে স্কুলগুলি?
সপ্তাহের শুরুতেই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE), গরমের ছুটি নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানতে চেয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরে চিঠি পাঠায়। চিঠিতে উল্লেখ ছিল, মধ্য শিক্ষা পর্ষদের ছুটির তালিকায় আগামী ৪ জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া আছে। অর্থাৎ পরদিন ৫ জুন স্কুল খোলার কথা। এরপরই এই নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর তাদের সিদ্ধান্ত জানায়। গতকাল বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় নির্ধারিত ছুটির তালিকা অনুসারেই আগামী 5 জুন থেকে খুলছে হাইস্কুল এবং 7 জুন থেকে খুলছে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাইমারি স্কুলগুলি। এই নিয়ে রাজ্যের সমস্ত জেলা শিক্ষা অফিসে এবং DPSC তে নির্দেশিকা পাঠানো হয়েছে। এরপর সমস্ত SI অফিসে এই নির্দেশিকা পাঠানো হবে।
যদিও এই নিয়ে শিক্ষকদের একাংশের মনে প্রশ্ন ছিল, হাওয়া অফিসের তরফে রাজ্যে লু সতর্কতা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে কলকাতার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে। সেখানে পড়ুয়াদের উপস্থিতি কতটা থাকবে? তাহলে কী আবারও স্কুল ছুটির মেয়াদ বাড়ানো হবে।
উল্লেখ্য, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে ঘোষণার পর তা স্পষ্ট হল। এদিন মুখ্যমন্ত্রী জানান, স্কুলে গরমের ছুটি আরও 10 দিন বাড়ানো হচ্ছে। অর্থাৎ পূর্বের বিজ্ঞপ্তি অনুসারে নয়, ছুটির সময়সীমা আরো বাড়লো। আগামী ১৪ জুন (বুধবার) পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে। 15 জুন(বৃহস্পতিবার) থেকে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং হাইস্কুলগুলি আবারও খুলবে।
একদিকে মনে করা হচ্ছিল স্কুলে গরমের ছুটির মেয়াদ আরো বাড়ানো হতে পারে। এর আরো একটি কারণ ছিল গত 25 মে (বৃহস্পতিবার) হাইকোর্টে শিক্ষক ও শিক্ষিকা বদলি নিয়ে মামলা শুনানি ছিল। সেইসময় বিচারপতি হরিশ ট্যান্ডন রাজ্যের আইনজীবীর কাছে প্রশ্ন করেন স্কুল খোলার বিষয়ে। এর স্বপক্ষে রাজ্যের আইনজীবী উত্তর দেন তাপমাত্রার পারদ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এখনই শেষ হচ্ছে না গরমের ছুটি। গরমে পড়ুয়াদের সুস্থতার কথা ভেবেই আরো কিছুদিন বাড়ানো হতে পারে ছুটি।
আরও পড়ুন, 32000 শিক্ষকের চাকরি বাতিল, মামলা গেল সুপ্রীম কোর্টে।
পাল্টা বিচারপতি জানান, গরমের ছুটি বাড়ানো হলেও স্কুল খোলার একটা Tentative Date বা সম্ভাব্য দিন রাজ্য সরকারকে জানাতে হবে। সেই প্রশ্নের জবাবে জানানো হয়, আগামী 14 জুন (বুধবার) গরমের ছুটির পর স্কুল খোলার জন্য সম্ভাব্য দিন হিসেবে ঘোষণার জন্য বিবেচনা করা হতে পারে। এরপর আজ মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। 5 জুন নয় আগামী 14 জুন থেকে খুলছে রাজ্যের স্কুলগুলি।
আপনাদের এই সংক্রান্ত কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
শিক্ষা সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.