Teacher Recruitment – সরকারি স্কুলে ইন্টারভিউ দিয়ে শিক্ষক সহ আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ।

পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য এল খুশির খবর। অবশেষে Teacher Recruitment তথা শিক্ষক পদের নিয়োগ শুরু হলো রাজ্যে। অনেক চাকরিপ্রার্থীরা রয়েছেন যাঁরা এতদিন শিক্ষকের পদে চাকরি পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। তাঁদের সকলের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। নতুন বছরের শুরুতেই চাকরির সুবর্ণ সুযোগ পেলেন প্রার্থীরা। জেলার সরকারি স্কুলে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

West Bengal Teacher Recruitment 2024

কোনো লিখিত পরীক্ষা নয় বরং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্যদের। কিভাবে এই নিয়োগে অংশ নেবেন? কী কী যোগ্যতা লাগবে? এই সকল তথ্য জানতে হলে মন দিয়ে পড়ে নিন আজকের এই প্রতিবেদনটি। আর এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং পেজটি ফলো করুন।

 • ভ্যাকেন্সি ডিটেলস
 • মোট শূন্যপদ
 • আবেদন যোগ্যতা
 • নিয়োগ প্রক্রিয়া

ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি বাঁকুড়া জেলার বিভিন্ন সরকারি স্কুলের কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, জেলার বেশ কয়েকটি ব্লক মডেল ও নতুন ইন্টিগ্রেটেড সরকারি স্কুলে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হবে (Teacher Recruitment).

প্রাথমিকভাবে ছয় মাসের জন্য প্রার্থী দের নিয়োগ দেওয়া হলেও পরবর্তীতে মেয়াদ বাড়তে পারে। নিযুক্তদের সপ্তাহে ছয় দিন কাজের দায়িত্ব দেওয়া হবে। নিযুক্তরা প্রতি মাসে বেতন পাবেন সরকারি নিয়ম মেনে। কোন কোন স্কুলে এই নিয়োগ কর্মসূচি চলবে? কী কী পদে নিয়োগ দেওয়া? হবে তা নিম্নে বর্ণনা করা হল।

মোট শূন্যপদ

জেলার অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, স্কুলগুলিতে Teacher Recruitment দেওয়া হবে অতিথি শিক্ষক, গ্রুপ সি কর্মী ও গ্রুপ ডি কর্মী পদে। যে সমস্ত স্কুলে নিয়োগ দেওয়া হবে, সেগুলি হলো –

বছরের শুরুতেই 23 হাজার টাকা বেতনে সরকারি ব্যাংকে চাকরির সুযোগ।

 • রাণীবাঁধ গভর্নমেন্ট মডেল স্কুল
 • হীড়বাঁধ গভর্নমেন্ট মডেল স্কুল
 • পাত্রসায়ের গভর্নমেন্ট মডেল স্কুল
 • শালতোড়া গভর্নমেন্ট মডেল স্কুল
 • মেজিয়া গভর্নমেন্ট মডেল স্কুল
 • ছাতনা গভর্নমেন্ট মডেল স্কুল
 • এনআইজিএস (নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট) স্কুল রাণীবাঁধ স্কুল
 • এনআইজিএস কাঁঠালিয়া স্কুল
 • এনআইজিএস ঢেকিকাটা স্কুল
 • এনআইজিএস ব্রহ্মডিহা স্কুল
 • এনআইজিএস জয়পুর স্কুল
 • এনআইজিএস ডুমুরতোড় স্কুলে

মোট শূন্যপদ ও অংশগ্রহণের যোগ্যতা নিম্নে বলা হলো। জেনে নিন আগ্রহীরা। জেলার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবমিলিয়ে এই Teacher Recruitment এর মোট শূন্যপদের সংখ্যা 42 টি। যোগ্যতা ও ইন্টারভিউর মাধ্যমে বেছে নেওয়া হবে প্রার্থীদের।

WBMSC Recruitment (পৌরসভায় কর্মী নিয়োগ)

আবেদন যোগ্যতা

বাঁকুড়া জেলার স্কুলগুলিতে আবেদন জানানোর জন্য আবেদনকারী প্রার্থীদের সরকারি/সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতায় চালিত অথবা কোনো প্রাথমিক স্কুলের শিক্ষক হতে হবে। এছাড়া, শিক্ষাকর্মীর পদগুলিতে যদি আবেদন জানাতে চান, তবে আবেদনকারীকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।

যে সকল আগ্রহীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁদের বয়সসীমা সম্পর্কে ধারণা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই সকল আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 64 বছরের মধ্যে।

নতুন বছরে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন কিভাবে করবেন?

নিয়োগ প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা হবেনা। বরং ইন্টারভিউর মাধ্যমে চাকরি দেওয়া হবে প্রার্থীদের। ইন্টারভিউর দিন আবেদন পত্র ও নিজেদের ডকুমেন্টগুলি নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে প্রার্থীদের। চাকরির ইন্টারভিউ আয়োজিত হবে আগামী 17, 18 এবং 19 জানুয়ারি সকাল 11 টা থেকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে। এছাড়া এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নেবেন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment