আমরা সকলেই একটা সময়ের পরে চাকরি করি এবং এখন Work From Home বা বাড়িতে বসে রোজগারের সুযোগ দেওয়া হয় অনেক কোম্পানি গুলির তরফে। আমাদের দেশে সামাজিক পরিবহণ ব্যবস্থা (Public Transport) খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। ট্রেন থেকে শুরু করে বাস সব জায়গাতেই বাদর ঝোলা ভিড় আমরা প্রত্যেকেই লক্ষ করতে পারছি। আর এই কারণের জন্য অনেক নতুন কর্মপ্রার্থীরা নিজেদের বাড়িতে বসে কাজ করার জন্য ইচ্ছে প্রকাশ করছে।
Work From Home Jobs In Kolkata.
এছাড়াও এখন আমরা যদি দেখি সকল ধরণের অফিস শহর অঞ্চলের মূল কেন্দ্রে অবস্থিত, আর এই কারণের জন্য এই সকল স্থানে অফিস কেনা বা ভাড়া নিয়ে কাজ করা খুবই মুশকিল হয়ে উঠছে মালিক পক্ষের তরফে। এই জন্য সকল অফিসের প্রধানদের তরফে নিজেদের খরচা বাঁচানোর জন্য Work From Home এর সুযোগ করে দেওয়া হচ্ছে। আজকে আমরা এমন কয়েকটি বাড়ি বসে কাজের তথ্য জানিয়ে দেব, এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।
Work From Home এর সম্পর্কে আরও কিছু তথ্য
১) গ্রাফিক্স ডিজাইনিং (Graphics Designing)
আপনারা চাইলে এই সম্পর্কিত কোন ধরণের কাজ প্রথমে শিখে নিয়ে তারপর নানা প্রকারের ফ্রিলান্সিং কোম্পানি গুলির থেকে এই কাজ করতে পারবেন নিজের বাড়িতে বসে। এছাড়াও আপনারা ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে বিভিন্ন অফিসে গিয়েও এই কাজ করতে পারবেন।
২) ওয়েবসাইট (Website)
আপনারা নিজেদের পছন্দের বিষয় অনুসারে এবং যেই বিষয় সম্পর্কে আপনাদের দক্ষতা আছে সেই সম্পর্কিত একটি ওয়েবসাইট খুলে ব্লগ পোস্ট করার মাধ্যমে আপনারা রোজগার করতে পারবেন। শুধুমাত্র যে আপনারা এই পোস্ট করে আয় করতে পারবেন এমনটা নয়, আপনাদের এর জন্য নিজের ব্লগ চ্যানেল মনিটাইজ করিয়ে নিতে হবে।
৩) অনলাইন মার্কেটিং (Online Marketing)
অনলাইনে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের থেকে অনেক প্রকারের বস্তুর লিঙ্ক নিয়ে শেয়ার করবেন এবং যখনই কোন মানুষ এই লিঙ্ক গুলির থেকে ক্লিক করে দেখবেন বা কিনবেন এর মাধ্যমে আপনার রোজগার হবে।
৪) ডেটা এন্ট্রি করে আয় (Data Entry)
আপনারা অফলাইন বা অনলাইনের মাধ্যমে আপনারা বিভিন্ন কোম্পানির থেকে এই ধরণের কাজ নিয়ে করতে পারবেন এবং প্রতি পেজ অনুসারে পেমেন্ট পাবেন। এছাড়াও আপনাদের দরকার মনে হলে আপনারা কলকাতার কোন অফিসে যাওয়া আসা করেও এই কাজটি করতে পারবেন।
LIC Loan – ভারতীয় জীবন বীমা নিগম দেশবাসীর জন্য আরও সুবিধা বৃদ্ধি করলো মাত্র 3 দিন লাগবে।