Railway Ticket Booking – ট্রেনের টিকিট কাটা নিয়ে নিত্যযাত্রীদের জন্য জরুরি ঘোষণা করলো রেল, সময় থাকতে জেনে নিন।

সকল ভারতীয় নাগরিক রেলে যাত্রা করতে পছন্দ করেন এবং এর জন্য Railway Ticket Booking বা ট্রেনের টিকিটের প্রয়োজন পরে। খুবই কম খরচে এবং সকলের সাধ্যের মধ্যে নিজেদের সঠিক গন্তব্যে পৌঁছনোর জন্য এই মাধ্যমে গরিব থেকে মধ্যবিত্ত সকল নাগরিকদের খুবই প্রিয়। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনে প্রতিদিন কয়েক কোটি মানুষেরা যাওয়া আসা করেন। কিন্তু এই টিকিট কাটা (Railway Ticket Booking) নিয়ে এক জরুরি তথ্য সকল নাগরিকদের উদেশ্যে জানালো ভারতীয় রেল (Indian Railway).

Railway Ticket Booking New Rule Starting In India.

এখন আর আগেকার দিনের মতো লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় না, এর বদলে অনেকেই অনলাইনের মাধ্যমে (Online Railway Ticket Booking) কাটা শুরু করেছেন। কিন্তু এখনো অনেক মানুষ সঠিক পদ্ধতি না জানার জন্য লাইনে দাড়িয়েই টিকিট কাটেন। কিন্তু অনেক সময় দেখা যায় টিকিট হারিয়ে যাওয়ার ফলে অনেকেই নিজেদের যাত্রা করা থেকে ব্যহত হন।

এই টিকিট হারিয়ে গেলে এখন থেকে আর কাউকে কোন ধরণের চিন্তা করতে হবে না (Confirm Railway Ticket Booking). এই জন্য আপনাদের সামান্য কিছু টাকা খরচ করতে হবে এবং টিকিট কাটার জায়গায় বা টিকিট পরীক্ষকদের জানিয়ে দেওয়া হলে আপনার আর কোন চিন্তা নেই। কারণ সকল কামরার গায়ে কনফার্ম টিকিট এর চার্ট দেওয়া হয়ে থাকে। আপনাকে শুধুমাত্র ডুপ্লিকেট টিকিট বের করে নিতে হবে।

স্লিপার ক্লাসের জন্য ৫০ ও সেকেন্ড ক্লাসের জন্য ১০০ টাকা দিতে হবে। এটি কিছু ক্ষেত্রে পরিবর্তিত হতে পারেন, এছাড়াও ছেড়া টিকিট (IRCTC Railway Ticket Booking) দেখালে আপনাকে টিকিটের মূল্যের ২৫% জমা করতে হবে। কিন্তু ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য এই ধরণের কোন ব্যবস্থা নেই বলে জানানো হয়েছে। কিন্তু যদি আপনারা নিজেদের আসল টিকিট খুঁজে প্যান তাহলে আপনাদের এই ডুপ্লিকেট টিকিটের দাম ফেরত দিয়ে দেওয়া হবে।

Dearness Allowance – বকেয়া ডিএ নিয়ে অবশেষে জরুরি খবর শোনা গেল সরকারের তরফে, কবে DA বাড়বে?

Railway Ticket Booking নিয়ে এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। অনেক সময় এই সামান্য কারণের জন্য অনেকের নিজের গন্তব্যে পৌঁছোতে দেরি হত বা জেতেই পারতেন না। এর ফলে অনেক সময় পৌঁছোতে পারতেন না। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

LPG Gas Price – রান্নার গ্যাস মাসের শুরুতেই সস্তা হল, সাধারণ মানুষের কতটা ফায়দা হবে?

Leave a Comment