রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য একটি নতুন WB Health Recruitment চাকরির ঘোষণা, ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। কোনও রকমের লিখিত পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের।পশ্চিমবঙ্গের যেকোন চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। মহিলা ও পুরুষ সবাই আবেদন যোগ্য। আগ্রহী প্রার্থীরা আজ এই প্রতিবেদনের মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে যাবেন। তাই আর অপেক্ষা না করে চটপট পড়ে নিন গোটা প্রতিবেদনটি।
WB Health Recruitment Vacancy Details
সম্প্রতি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (West Bengal State Health And Family Welfare Samiti) বা WBSHFWS এর তরফে একটি নতুন চাকরি WB Health Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বাস্থ্য বিভাগের এই নতুন নিয়োগে House Staff পদে কর্মী নিয়োগ করা হবে। তবে বেশ কিছু শর্ত মানতে হবে। আবেদন যোগ্যতা সম্বন্ধে নিম্নে আলোচনা করা হলো।
- পদের নাম ও শূন্যপদ
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সসীমা
- আবেদনের পদ্ধতি
পদের নাম ও শূন্যপদ
রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য বিভাগের বা WB Health Recruitment হউস স্টাফ (House Stass) এই পদে কর্মী নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীদের মোট শূন্য পদ আছে ১৩টি। দেখেনিন যোগ্যতা ও আবেদন কী ভাবে করবেন।
শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত আগ্রহীরা স্বাস্থ্য বিভাগের এই WB Health Recruitment এ আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে যাঁরা অংশগ্রহণ করতে চাইবেন সেই সকল প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ করে থাকতে হবে। যে কোন বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করা থাকতে হবে।
বনদপ্তরে এসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে নিয়োগ , অফলাইনের মাধ্যমে হবে আবেদন
বয়সসীমা
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা এই WB Health Recruitment এ অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদন রত প্রার্থী দের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে।
আবেদন পদ্ধতি
সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। এই WB Health Recruitment এ আবেদন জানাতে হলে, প্রার্থীকে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। সেটিতে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর ইন্টারভিউয়ের দিন ওই আবেদনপত্রের টিকে সঙ্গে নিয়ে আর প্রয়োজনীয় নথীপত্রের জেরক্স এবং অরিজিনাল কপি নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে।
পশ্চিমবঙ্গের জেলা আদালতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। অষ্টম শ্রেণী, মাধ্যমিক পাশ হলে আবেদন করুন।
প্রয়োজনীয় নথি
ইন্টারভিউর স্থান – Suri Sadar Hospital, Suri Birbhum এই স্থানে প্রার্থীদের গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউয়ের তারিখ – ১৬মে, ২০২৪। এছাড়া, এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পারেন (WB Health Recruitment).